বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আবারো পথহারা ম্যান ইউ

| প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দল খারাপ করলেই তার মাথা বিগড়ে যায়। ম্যাচ পরবর্তি তার প্রকাশটা কিন্তু সেকথায় বলে। বক্স্রিং ডে ম্যাচে ঘরের মাঠে তার দল হারতে হারতে কোন রকম ড্র করেছে। এরপরই তার মন্তব্যÑ দল গঠনে ৩০০ মিলিয়ন পাউন্ড যথেষ্ঠ নয়!
ওল্ড ট্রাফোর্ডে বার্নলির কাছে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের যোগ করা সময়ে গোল করে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচান জেসে লিঙ্গার্ড। এর আগে তার গোলেই ব্যবধান কমায় রেড ডেভিলরা। তার মানে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো ইউনাইটেড। ফলে লিগের প্রতিদ্ব›দ্ধী ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান এখন আকাশসম। ১৯ ম্যাচে সিটির পয়েন্ট ৫৫, এক ম্যাচ বেশি খেলেও ইউনাইটেডের ৪৩। গত রাতে সিটি জিতে থাকলে শীর্ষ দুই দলের ব্যবধান বেড়ে হবে ১৫!
কাড়ি কাড়ি অর্থ ঢেলেও এই হলো ইউরোপের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইউনাইটডের দশা। যে দশা থেকে বের হতে একের পর এক কোচ বদলাতেই আছে তারা। মোরিনহো অবশ্য বলছেন ভিন্ন কথা, ‘দলটি পুনঃগঠনে আমরা মাত্রই দ্বিতীয় বছরে পা দিয়েছি, আপনারা জানেন সেই দলটি বিশ্বের অন্যতম সেরা।’ এরপর পর্তুগিজ তারকা কোচ এমন একটা আক্ষেপ প্রকাশ করেন তা হয়ত ক্লাব কতৃপক্ষের পছন্দ নাও হতে পারে। তাও আবার চিরবৈরী নগর প্রতিদ্ব›দ্বী সিটির সঙ্গে তুলনা করে। স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’-এর ভাষ্য, ‘ম্যানচেস্টার সিটি একজন ফুল-ব্যাক কেনে স্ট্রাইকারের দামে।’
ইউনাইটেড পা রেখেই রেকর্ড ৮৯ মিলিয়ন পাউন্ডে মিডফিল্ডার পল পগবাকে দলে ভেড়ান মোরিনহো। এরপর ৩০ মি. পাউন্ডে ডিফেন্ডার এরিক বেইলি ও ২৬.৩ মি. পাউন্ডে মিডফিল্ডার মিখিতারিয়ানকে। পরের বছর অর্থাৎ গেল দল-বদলের বাজার থেকে স্ট্রাইকার রোমেলু লুকাকুকে কিনতে ৭৫ মিলিয়ন পাউন্ড ব্যায় করেন মোরিনহো। একই সময়ে ৩১ মি. ও ৪০ মি. পাউন্ডে কেনেন যথাক্রমে ডিফেন্ডার লিংডেলফ ও মিডফিল্ডার নিমানজা মাতিককে। যে সময়ে তিন ডিফেন্ডার কাইল ওয়ালকার, বেনজামিন মেন্ডি ও ড্যানিলোকে কিনতে সিটি ব্যায় করে যথাক্রমে ৪৫ মি., ৫২ মি. ও ২৬.৫ মি. পাউন্ড।
মোরিনহোর ইঙ্গিতটা ঠিক এদিকেই, ‘৩০০ মিলিয়ন খরচ করাটা যথেষ্ঠ নয়। বড় দলগুলোর বাজেট আলাদা। বড় এবং ঐতিহাসিক দলগুলো স্বভাবতই বাজারে সরব থাকে।’ তার মানে বর্তমান দলে যে খেলোয়াড়রা আছেন তারা কি ভালো নয়? এমন প্রশ্নে মোরিনহোর জবাব, ‘ছেলেরা যেটুকু পারে সেটুকুই করছে এবং বলব তারা ভালোই করছে।’
যে যায় হোক না কেন, ইউনাইটেডের মত দলের শেষ ৫ ম্যাচে মাত্র আট পয়েন্ট অর্জন কি যথেষ্ঠ, এমন প্রশ্নে মিলান ও রিয়ালের মত দলকে টেনে আনেন মোরিনহো। উল্লেখ্য, ইউনাইটেডের মত ঘরোয়া লিগে রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের অবস্থাও একই রকম। মোরিনহোর তাই উল্টো প্রশ্ন, ‘আপনারা কি মনে করেন মিলান আমাদের মত বড় দল নয়? মনে করেন যে রিয়াল মাদ্রিদ আমাদের মত এত বড় দল নয়?’ এরপর মোরিনহোর দার্শনিকের মত জবাব, ‘বড় ক্লাব এক জিনিস আর বড় দল আরেক।’

এক নজরে ফল
লিভারপুল ৫ : ০ সোয়ানসি
ওয়াটফোর্ড ২ : ১ লেস্টার
ম্যান ইউ ২ : ২ বার্নলি
চেলসি ২ : ০ ব্রাইটন

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন