বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

প্লেনে ত্রুটি, প্রাণে বাঁচলেন রাহুল গান্ধী!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৮, ১২:১২ পিএম

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে বহনকারী প্লেনে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রেহাই পেয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নির্বিঘ্নেই দিল্লি থেকে কর্নাটকের হুগলি বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

কংগ্রেস সভাপতিতে বহনকারী জেট প্লেনে এমন গুরুতর যান্ত্রিক বিভ্রাটের খবর প্রকাশের পর তোলপাড় চলছে ভারতজুড়ে। এ গোলযোগ পরিকল্পিত ছিলো কিনা খতিয়ে দেখার দাবি তুলেছে কংগ্রেস।

ঘটনার পরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদী রাহুলের সঙ্গে কথা বলেছেন।

শুক্রবার (২৭ এপ্রিল) তিনবারের চেষ্টায় হুবলিতে নামে প্লেনটি। কংগ্রেস সভাপতিসহ পাঁচ জন যাত্রী ছিলেন ওই প্লেনে।

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্র জানায়, ‘অটো-পাইলট’ ব্যবস্থায় সমস্যা হওয়ায় পাইলট ‘ম্যানুয়াল’ মোডে নিরাপদে অবতরণ করেন। এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয় বলেও দাবি ডিজিসিএ’র।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন