শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রেকর্ড গড়ে ইউটিউবের গ্লোবাল র‌্যাংকিংয়ে আলমান আলিফের গান অপরাধী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশের সংগীত জগতে এই সময়ে সবচেয়ে আলোচিত গান শিল্পী আরমান আলিফের গান ‘অপরাধী। অংকুর মাহমুদ ফিচারিং এই গানটি বাংলাদেশ ইউটিউব ইতিহাসের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে। গানটি বাংলাদেশের ইউটিউব ইতিহাসে প্রথমবারের মতো গ্লোবাল র‌্যাংকিং এ ঢুকে পড়েছে। ইউটিউবের গ্লোবাল র‌্যাংকিংয়ে প্রথম ১০০টি গানের মধ্যে ৮০তম স্থানে রয়েছে। এছাড়া ইউটিউবে গানটির ভিউ তিন কোটির উপরে । গানটিতে লাইকের সংখ্যা ৩ লাখ ২৬ হাজার। গত ২৬ এপ্রিল ঈগল মিউজিক প্রকাশ করে তরুণ শিল্পী আরমান আলিফের ‘অপরাধী’ শিরোনামের গান ও এর কম বাজেটের একটি মিউজিক ভিডিও। মুক্তির পরপরই দ্রুত ইউটিউবে গানটির ভিউ বাড়তে থাকে। শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছ। গানটির কথা ও সুর করেছেন তরুণ কণ্ঠশিল্পী আরমান আলিফ নিজেই। সংগীতায়োজন করেছেন অংকুর মাহমুদ। গানটির ভিডিও নির্মাণ করেছে ঈগল টিম। গায়ক আরমান আলিফ বললেন, শ্রোতা-দর্শকদের ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতি সবার এই ভালোবাসার সম্মান আমি রাখার চেষ্টা করবো। গানটির প্রযোজক-পরিবেশক ঈগল মিউজিকের কর্ণধার কচি আহমেদ বলেন, এই অর্জন আমাদের পুরো বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির। এ জন্য আমি ঈগল টিমের পাশাপাশি ধন্যবাদ জানাতে চাই এমআইবি, আমাদের সকল অডিও কোমপানীর কর্ণধার, সংগীতশিল্পী, কলাকুশলী, দর্শক-শ্রোতাসহ সকলকে। সবার প্রচেষ্টাতেই আমাদের আজকের এই অর্জন। ঈগল মিউজিক সামনে আলিফের মতো আরও নতুন প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করবে, তুলে আনবে।
ছবিঃ অপরাধী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন