শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জনপ্রশাসনে বরাদ্দ বাড়ল ৪.৪%

| প্রকাশের সময় : ৮ জুন, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : জনপ্রশাসন খাতে সব চেয়ে বেশি বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে জনপ্রশাসন খাতে সর্বোচ্চ ১৮ শতাংশ বরাদ্দের প্রস্তাব দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে সর্বোচ্চ ১৬ দশমিক ৪ শতাংশ বরাদ্দ ছিল। আর জনপ্রশাসনে ছিল দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ, ১৩ দশমিক ৬ শতাংশ। এ অর্থবছরের জন্য জনপ্রশাসনে ১৮ শতাংশ রবাদ্দের প্রস্তাব করেছেন যা গতবারের চেয়ে ৪ দশমিক ৪ শতাংশ বেশি। অন্যদিকে শিক্ষা ও প্রযুক্তিতে এবার বরাদ্দ ১ দশমিক ৮ শতাংশ কমিয়ে ১৪ দশমিক ৬ শতাংশ করার প্রস্তাব করেছেন মুহিত। ২০১৮-১৯ অর্থবছরে এই খাতে ৮৩ হাজার ৫০৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন