শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মন্ত্রীসভায় যোগদানের ইচ্ছা নেই -আনোয়ার ইব্রাহীম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৮, ১০:০৩ পিএম

মালয়েশিয়ার বর্ষীয়ান রাজনৈতিক আনোয়ার ইব্রাহীম পোর্ট-ডিকসনের আইনপ্রণেতা (এমপি) হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেয়ার পর তিনি জানিয়েছেন, এই মুহ‚র্তে মালয়েশিয়ার মন্ত্রীসভায় যোগদানের কোনো ইচ্ছা তার নেই। খবর চ্যানেল নিউজএশিয়া।
অন্যতম রাজনৈতিক দল পিকেআরের নেতা আনোয়ার বলেন, ‘পার্লামেন্টারি রিফর্মের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা বাস্তবায়ন করতে আমি সরকারকে সহায়তা করতে চাই। অতীতে আমাদের আইনসভাকে একটি ‘রাবার স্টাম্প’ আইনসভা বলা হোত।’
‘আমি পুনরায় রাজনীতিতে ফিরতে পেরে খুশী। বিভিন্ন সময়ে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। প্রায় সবসময় আমাকে কারাগারে ধরে রাখা হয়েছিল, এমনকি আপিল করার মত কোনো স্থান আমার সামনে ছিল না, কিন্তু এখন আমি অতীতের তুলনায় সঠিক অনুভব করছি।’
তিনি আরো জানিয়েছেন, তিনি চান মালয়েশিয়ার আইনসভা আরো বেশি কার্যকরী ভ‚মিকা রাখুক।
আনোয়ার ইব্রাহীম এই উপনির্বাচনে জয় লাভের মাধ্যমে মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন বলে অনেকের অভিমত।
আনোয়ার বলেন, ‘আমি ড. মাহাথিরকে বলেছি, আমি পার্লামেন্টারি রিফর্মের মাধ্যমে সরকারকে সহযোগিতা করতে চাই। তাকে (ড. মাহাথিরকে) তার কাজ করতে সুযোগ দেয়া হোক।’
৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ মালয়েশিয়ার মন্ত্রীসভায় যোগদান করবেন না বলে আগে নেয়া সিদ্ধান্তে অটল থেকে বলেন, ‘আমি আমার নতুন পদ নিয়ে খুশী।’
চলতি বছরের মে মাসের ১৬ তারিখে আনোয়ার এক রাজ আদেশে ক্ষমা প্রাপ্ত হন এবং কারাগার থেকে মুক্ত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন