বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ড. কামাল হোসেন প্রার্থী না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৮, ১২:০২ এএম

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন নির্বাচনে প্রার্থী না হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শহরের চায়ের দোকান থেকে শুরু করে সবখানে চলছে আলোচনা। বিশেষ করে তিনি প্রার্থী না হওয়ার ঘোষণা দেওয়ায় তার নেতৃত্বাধীন বিএনপিসহ অন্যান্য শরিক দলের মনোবল দুর্বল হয়ে পড়বে বলে আলোচনায় উঠে এসেছে।
এই সব আলোচকরা কোন টিভি টকশোর আলোচক নন, তবে রাজনীতি বোদ্ধা ব্যক্তি। তাদের মতে, শারীরিক অসুস্থতা হতে পারে। ড. কামাল হোসেনের নির্বাচনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে এটি খুব বড় বাধা নয়। তিনি যে আসনে দাঁড়াবেন শুধু একবার জনসভায় বক্তব্য দিয়ে আসবেন। তার পক্ষে নির্বাচনী কাজ করবে নেতা-কর্মী-সর্মথকরা। জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের প্রার্থী হিসেবে মাঠে থাকা জরুরী বলে মনে করছেন তারা। এই সকল আলোচকদের কেউ কেউ বলছেন, এমনও হতে পারে নির্বাচনের পর কোন একটি আসন কেউ ছেড়ে দিলে সেই আসনে উপ-নির্বাচন করে তিনি এমপি হবেন। তবে অধিক সংখ্যক মনে করেন, নির্বাচনের মাঠে ড. কামাল হোসেনের অংশগ্রহণের মধ্য দিয়ে মাঠে থাকা দরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন