শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

হুয়াওয়ে মেট ২০ প্রো’র প্রি-বুকিং শুরু

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

বাংলাদেশের বাজারে বুকিং শুরু হয়েছে হুয়াওয়ের বছরের আলোচিত ফ্লাগশিপ স্মার্টফোন মেট-২০ প্রো। প্রি-বুকিং চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। প্রি-বুকিংয়ে গ্রাহকদের জন্য উপহার হিসেবে ওয়ারলেস চার্জার, ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা, জেবিএল স্পিকার, প্রিমিয়াম সার্ভিস কার্ড, গ্রামীণফোনের ইন্টারনেট বান্ডেল অফারও রয়েছে। বাংলাদেশে হ্যান্ডসেটটির দাম পড়বে ৮৯ হাজার ৯৯০ টাকা। আপাতত, এমারলড গ্রিন ও টুইলাইট এ দুই কালারের সেটটি পাওয়া যাবে দেশব্যাপী হুয়াওয়ের সিলেক্টেড ব্র্যান্ডশপগুলোতে। ৯ হাজার টাকা অগ্রিম দিয়ে প্রি-বুকিং করা যাবে। এছাড়াও অনলাইনে পিকাবো, গ্রামীণফোন এবং গেজেট অ্যান্ড গিয়ারের আউটলেটগুলাতেও প্রি-বুকিং এর সুবিধা রয়েছে। এর আগে গত ১৬ অক্টোবর লন্ডনে ও ২৬ অক্টোবর চীনের সাংহাইয়ে বেশ জমকালো অনুষ্ঠানে উম্মোচিত হয় মেট সিরিজের ফোন মেট ২০ প্রো। বৈশ্বিক বাজারে উন্মোচনের পর এবার বাংলাদেশের বাজার উন্মক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির এ স্মার্টফোনটি। ফোনটি হুয়াওয়ের নিজস্ব প্রসেসর কিরিন ৯৮০ চিপসেট এ তৈরি। আর প্রসেসরটি তৈরি করা হয়েছে অত্যাধুনিক ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করে। মেট ২০ প্রোর ব্যাটারি ৪২০০ এমএএইচ।লাইকা ট্রিপল লেন্স ক্যামেরা। একটি ৪০ মেগাপিক্সেল, একটি ৮ মেগা পিক্সেলের টেলিফটো এবং অন্যটি ২০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা। এ উপলক্ষে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, বাংলাদেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বাজার। তাইতো বিশ্বের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক প্রযুুক্তিতে তৈরি মেট সিরিজের স্মার্টফোন মেট ২০ প্রো বাংলাদেশে নিয়ে এসেছি। আমরা আশা রাখি, বাংলাদেশের গ্রাহকদের কাছেও বিশ্বব্যাপী সমাদৃত এ স্মার্টফোনটি জনপ্রিয়তা পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন