শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোচের প্রতি বার্সা সভাপতির আস্থা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৯, ১২:০২ এএম

 আর্নেস্তো ভালভার্দের অধীনে যে বার্সেলোনা ভালোই আছে তা দলের খেলোয়াড়দের কথাতে প্রকাশ পেয়েছে অনেকবার। চলতি মৌসুমে ভালভার্দের দল সব প্রতিযোগিতায় রয়েছে প্রতাপের সঙ্গেই। কিন্তু সম্প্রতি বার্সার টিভি চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে ভালভার্দে জানান, ২০১৯-২০ মৌসুমে তিনি দলটির সঙ্গে থাকবেন কিনা তা নিশ্চিত নয়। এরপর থেকেই শুরু হয়েছে ভালভার্দেকে নিয়ে গুঞ্জন। তবে ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউ নিশ্চিত, আগামী মৌসুমেও বার্সাতেই থাকবেন ভালভার্দে।
চলতি মৌসুম শেষে বার্সা ও ভালভার্দে উভয়ের সামনে সুযোগ চুক্তি নিয়ে নতুনভাবে আলোচনা করার। গত মৌসুমে দলকে লা লিগা ও কোপা দেল রে জেতানোর পরও চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে না পারায় সাবেক অ্যাথলেটিক বিলবাও কোচকে নিয়ে সমালোচনা থেমে থামেনি। তবে বার্তেমিউ খুশি ভালভার্দেকে নিয়ে। তিনি চান কাতালান ক্লাবটিতে থেকে যান ভালভার্দে, ‘এ বিষয়ে কোন সন্দেহ নেই যে ভারভার্দে পরবর্তি মৌসুমে বার্সেলোনার কোচই থাকছেন। আমরা সময়মত অবশ্যই তার সঙ্গে কথা বলব। এ ব্যাপারে আমরা একমত। সে আমাদের কোচই থাকছে এ ব্যাপারে আমাদের আত্মবিশ্বাস রয়েছে।’ ভালভার্দের প্রসংশা করে তিনি বলেন, ‘তিনি দারুণভাবে তার কাজ করছেন। বার্সেলোনার খেলার ধরণ সম্পর্কে তিনি জানেন এবং আমরা যেভাবে চাই তিনি সেভাবে খেলাকে নিয়ন্ত্রণ করতে পারেন।’
২০২০ সালে বার্সায় শেষ হবে দলের ফুল ব্যাক জর্ডি আলবার চুক্তির মেয়াদ। তবে এর পরেও স্প্যানিশ ২৯ বছর বয়সী কাতালান দলের সঙ্গেই থাকবেন বলে নিশ্চিত করেছেন বার্সা প্রেসিডেন্ট, ‘অবশ্যই সে চালিয়ে যাবে। পাঁচ বছরের জন্য লম্বা মেয়াদে চুক্তি নবায়নের জন্য আমরা ইতোমধ্যে তার সঙ্গে কাজ শুরু করেছি।’

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন