বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

এ জার্নি বাই একতা এক্সপ্রেস : যাত্রীদের অভিযোগ শুনলেন রেলমন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:২৯ পিএম | আপডেট : ১২:৩৮ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০১৯

ট্রেনে ভ্রমণ করে যাত্রীদের অভিযোগ শুনলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় একতা এক্সপ্রেসে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তিনি। পথিমধ্যে তিনি ট্রেনের বিভিন্ন বগিতে গিয়ে যাত্রীদের সাথে কথা বলেন। মন্ত্রীকে কাছে পেয়ে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। যাত্রীদের উদ্দেশ্যে রেলমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলকে আরও উন্নত করতে চান। তার নির্দেশে রেলকে এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা চাই। একজন প্রাক্তন স্কুল শিক্ষক মন্ত্রীর কাছে অভিযোগ করে বলেন, ট্রেনের জানালাগুলো অপরিচ্ছন্ন, সীটে ধুলো বালিতে ভরা। মন্ত্রীর সাথে থাকা কর্মকর্তারা সাথে সাথে সেগুলো পরিস্কারের নির্দেশ দেন। মোজাম্মেল নামে এক যাত্রী টিকিট কাউন্টারের স্বল্পতা নিয়ে অভিযোগ করে বলেন, এতে অনেক সময় নষ্ট হয়, লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকতে হয়। মন্ত্রী বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। মোজাম্মল নামে এক যাত্রী অনলাইনে টিকিট কাটা সহজ করার দাবি জানিয়ে বলেন, অনলাইনে বার বার চেষ্টা করেও টিকিট কাটা যায় না। এটাকে সহজ করা দরকার। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তাকে আশ্বস্ত করে বলেন, আমরা রেলকে আরও আধুনিক ও জনবান্ধব করবো, এজন্য আপনাদের সহযোগিতা চাই।
পথিমধ্যে জয়দেবপুর স্টেশনে রেল শ্রমিক লীগ রেলমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
আবুল কালাম আজাদ ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:০৬ পিএম says : 0
দিনের পর দিন বাংলাদেশ রেলওয়ে পর্যায়ক্রমে পৌঁছে যাবে এই আমাদের প্রত্যাশা । আমাদের সহযোগিতা থাকবে সাধ্যানুযায়ী নিরলস । মাননীয় মন্ত্রী মহোদয়ের সকল তৎপরতা গনমানুষের শুভকামনায় জলসিঞ্চনে ষোলোআনা সহায়ক হবে আশা করি । বাংলাদেশ রেলওয়ে ******************** আবুল কালাম আজাদ ____________________ বাংলাদেশ রেলওয়ে — ——স্বপ্নের হাতছানি || আমাদের হাল ধরা সাহসী সেনা নাই কোন ভয় ওগো বন্ধু — আপন শক্তিতে যাব এগিয়ে পাড়ি দেবো এসো মহাসিন্ধু | নতুন দিনের গান শুনাবো উন্নয়নের সব মন্ত্র জানি । বাংলাদেশ রেলওয়ে ——স্বপ্নের হাতছানি || বিলিয়ে দিয়ে সব ভালবাসা আশাহত মনে জাগাবো আশা, ধারধারিনা কোন নিন্দাবাদের বাধা যত দু'পায়েতে দলবো, নিকষ কালিমা ঘেরা অন্ধকারে উজ্জ্বল তারা হয়ে জ্বলবো । নবজীবনের সুর ছড়াবো— থাকবে না যাত্রীর পেরেশানি । বাংলাদেশ রেলওয়ে — ——সপ্নের হাতছানি || এদেশের যোগাযোগে হবে বিপ্লব, ফুলে-ফলে সুশোভিত হবে পল্লব, সারা বাংলার সকল জেলায় রেলগাড়ি ঝমঝম চলবে — হুইসেল, ঝংকারে , নির্বিকারে শুভ আগামীর কথা বলবে । সিন্দাবাদের ভূত তাড়াবো— ধারধারিনা কোন ঝনঝনানী । বাংলাদেশ রেলওয়ে — ——স্বপ্নের হাতছানি ||
Total Reply(0)
abdullahel kafi ৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৩৫ পিএম says : 0
বাঙালির দুঃসহ রেল ভ্রমণ অত্যন্ত বেদনাদায়ক।মন্ত্রী কেন ? রেলের লোক কাউকে তোয়াক্কাকরে না।রেলের পুলিশ এ হেন কুকাম তারা করেনা।টিকিট থাকলেও বিমান বন্দরের যাত্রীকে এগারোসিন্ধুর ট্রেনে উঠতে দেয়না।বেসরকারি ট্রেনে এমন কম হয়।
Total Reply(0)
Topu ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:২৩ পিএম says : 0
রেলের আসিল জিনস হল,রেললাইন আর রেলগাড়ি,রেল লাইন আছে কিন্তুু,ডবল লাইন নাই, রেললাইনের কোয়ালিটি যা আছে,তা বাড়াতে হবে,এবং ডবল লাইন ও করতে হবে,ভাল কোচ ইঞ্জিন দিয়ে কি হবে,যদি ভাল লাইন না থাকে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন