বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিবেচনা করেই মনোনয়ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, যারা সংসদে অবদান রাখতে এবং দলকে শক্তিশালী করতে পারবে তাদেরকেই জাতীয় পার্টির পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হবে। এছাড়া প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং দলের সাথে তাদের অতীত এবং বর্তমান অবদানও বিবেচনা করা হবে। সাক্ষাতকার শেষে তালিকা চূড়ান্ত অনুমোদনের জন্য পার্টির চেয়ারম্যান এরশাদের কাছে পাঠানো হবে। গতকাল জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া টিপুু, শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম চৌধুরী, লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন