শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজবাড়ীতে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ৩ সদস্য আটক

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৩৯ পিএম

রাজবাড়ী জেলার সদর উপজেলা থেকে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে তিন যুবককে আটক করেছে ফরিদপুরের র‌্যাব-৮ কোম্পানির সদস্যরা। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। ভুয়া প্রশ্ন বিক্রি করতে কয়েকটি অনলাইন পেজও চালু করেছিল তারা।
 
আটককৃতরা হলো- ইন্দ্রনারায়নপুর গ্রামের মো: হক মিয়ার পুত্র মো: মতিন মিয়া (২৫) এবং সদর উপজেলার গোপীনাথদিয়া গ্রামের মো: ইউসুফ আলী খানের পুত্র কামরুল হাসান (২৩) ও মো: আবু বক্কর সিদ্দীকের পুত্র মো: জুয়েল হোসেন (২৫)।
 
বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
 
আজ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮।
 
র‌্যাব-৮-এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, বৃহস্পতিবার রাতে রাজবাড়ী সদর থানার বিভিন্ন এলাকায় এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের কয়েকজন সদস্য এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন বিক্রয়ের উদ্দেশ্যে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে বলে সংবাদ পাই। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিশেষ আভিযানিক তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করেছে যে, তারা উক্ত প্রতারণার সাথে জড়িত।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন