শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ডাকসু নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় ত্রৈমাসিক অধিবেশনে অধ্যাপক মাহবুবুর রহমান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম


জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে নতুন সঙ্কট সৃষ্টি হয়েছে। তাই ডাকসু নির্বাচন যেন জাতীয় সংসদ নির্বাচনের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন না হয়। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশে শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় জাতির বিবেক ও মানুষ গড়ার করিগর শিক্ষকগণ নিশ্চুপ থাকতে পারেন না। তাই শিক্ষক সমাজকে সচেতন হয়ে নৈতিক শিক্ষাপ্রদানে বলিষ্ঠ ভূমিকা পালনে করতে হবে। তিনি শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের টাইমস্কেল চালুর দাবি জানান।
গতকাল আইএবি মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের ত্রৈমাসিক অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান এসব কথা বলেন। অধিবেশন বক্তব্য রাখেন অধ্যাপক মুহাম্মদ নাছির উদ্দিন, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, অধ্যাপক ফজলুল হক মৃধা, প্রিন্সিপাল এম সুলতান মাহমুদ, মাওলানা এবিএম জাকারিয়া, প্রভাষক আবদুস সবুর, মুহাম্মাদ হুমায়ুন কবীর, মুহাম্মাদ মুনিরুল ইসলাম, মো. জয়নুল আবেদীন ফরাজি, মুহা. আব্দুল হান্নান, মোস্তফা বাঙ্গালি, এইচ এম মহিউদ্দন মোল্লা, মাওলানা কামাল উদ্দিন সিরাজি, মুফতি আশরাফ আলী, অধ্যাপক রাশেদ আনোয়ার, ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ প্রমুখ।
যুব সমাজে অনৈতিকতা বৃদ্ধি উদ্বেগজনক
ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেছেন, বিগত নির্বাচনের পর প্রতিদিন সংবাদ মাধ্যমে মাদকাসক্ত যুবক বা ধর্ষণের খবর ছাপা হচ্ছে। যুব সমাজ অনৈতিক কাজে আরো বেশি জড়িয়ে পরছে। এটা যেমন সামাজিক অবক্ষয়ের কারণ, তেমনি দেশের জন্যও ভয়ঙ্কর। যুব সমাজের অনৈতিক কাজে লিপ্ত হওয়া উদ্বেগজনক। এথেকে মুক্তি পেতে হলে আদর্শ যুব সমাজ গঠন করতে হবে। যুব সমাজ আদর্শিক হলে দেশ ও জাতি শান্তিতে বসবাস করতে পারবে।
গতকাল ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উত্তর সভাপতি মুহাম্মাদ নুরুল ইসলাম নাঈম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, নগর নেতা মাওলানা আলী হুসাইন, মুহাম্মাদ শফিকুল ইসলাম, প্রকৌশলী মুরাদ হোসেন, মুক্তাদির হুসাইন মারুফ, মুফতি আবু তালহা, রাশেদ বিন মুঈন, হাফিজুল ইসলাম ফয়েজ, জহিরুল ইসলাম প্রমুখ।
মাওলানা ইমতিয়াজ আলম বলেন, পশ্চিমা শাসন ব্যবস্থা পৃথিবীতে কোথাও শান্তি দিতে পারেনি। সারা বিশ্বে দুর্নীতি, সন্ত্রাস, মাদকাসক্ততা, ধর্ষণ ও চাঁদাবাজী ব্যাপকহারে বাড়ছে। বস্তুবাদী সমাজ ব্যবস্থার নামে অশান্তি দিন দিন বেড়েই চলছে। এর থেকে মুক্তি পেতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন