শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেবেন তা শতভাগ পালন করার চেষ্টা করব-সুবর্ণা মুস্তাফা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম | আপডেট : ১২:১৯ এএম, ১১ ফেব্রুয়ারি, ২০১৯

বিশিষ্ট অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা এবারের একুশে পদক পাচ্ছেন, এটা পুরনো খবর। নতুন খবর হচ্ছে, এবার তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। গত শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ স¤পাদক ওবায়দুল কাদের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনীত ৪১ নামের তালিকা ঘোষণা করেন। এই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার নাম। তিনি ঢাকা থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের এমপি হিসেবে মনোনীত হয়েছেন। সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে মনোনীত করার জন্য। আমার জন্য এটি একেবারেই নতুন একটি জায়গা। আমি আমার দেশকে অনেক ভালোবাসি। দেশের উর্দ্ধে আমার কাছে আর কোনকিছুই নেই। যারা বাংলাদেশকে বিশ্বাস করেনা, তারা আমার শত্রু, আমাদের শত্রু। যেহেতু এটা আমার জন্য একেবারেই নতুন একটি জায়গা, তাই আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিক নির্দেশনা দিয়ে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তিনি যেভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। আমাকে যখন যে কাজই দেয়া হয়েছে, শতভাগ দায়িত্ব নিয়ে করার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিবেন তা শতভাগ পালন করার চেষ্টা করবো। সাফল্যের সাথে সেই কাজ করার চেষ্টা থাকবে আমার।’ উল্লেখ্য, সুবর্ণা মুস্তাফা প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মুস্তাফার মেয়ে। তিনি ১৯৫৯ সালের ২ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে তিনি ডিগ্রি লাভ করেন। ৭০ দশক থেকে সুবর্ণা থিয়েটারে অভিনয় শুরু করেন। ১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ঘুড্ডি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে আসেন। ১৯৮৩ সালে নতুন বউ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আছে ঘুড্ডি, নয়নের আলো, পালাবি কোথায় ও গহীন বালুচর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Kowaj Ali khan ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:৩৯ এএম says : 0
চুরি করিলে ইসলামে হাত কাঠার বিধান। ভোট চুরির দায়িত্ব দেওয়া হইলে সহজ হয় না? কেননা এবার প্রকাশ্য ভোট চুরি করিয়াছে। কি যে নিলজ্জ কি যে বেহায়া কি যে ইসলামের শত্রু স্বাধীনতার শত্রু? তাই না?
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন