বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

স্বাস্থ্য প্রকাশনা

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৬ এএম

দেশের বিশিষ্ট স্বাস্থ্য কলামিষ্ট ডাঃ মোঃ ফারুক হোসেনের লেখা তৃতীয় স্বাস্থ্য বিষয়ক বই “দাঁত ও মুখের পরিচর্যা” ২০১৯ সালের অমর একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে “মেরিট ফেয়ার প্রকাশন”। বই মেলায় বইটি পাওয়া যাবে মেরিট ফেয়ার প্রকাশনের ১৪৩, ১৪৪ এবং ১৪৫ নম্বর স্টলে। বইটিতে দাঁত ও মুখের সঠিক পরিচর্যার পাশাপাশি বিভিন্ন রোগ, রোগের যোগসূত্র ও নিরাময় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৯০ ভাগ মানুষ জীবনের কোনো না কোনো সময় মুখের রোগে আক্রান্ত হয়ে থাকেন। অধিকাংশ মুখের রোগের ক্ষেত্রেই অন্যান্য শরীরের রোগের সাথে একই ধরণের রিস্ক ফ্যাক্টর বিদ্যমান থাকে। হৃদরোগ ইতিমধ্যেই শীর্ষ ঘাতক ব্যাধি হিসাবে চিহ্নিত হয়েছে, যা মাঢ়ির রোগের সাথে সম্পৃক্ত। বইটি দাঁত ও মুখের রোগী, নবীন ডাক্তার, গবেষক এবং সর্বস্তরের জনগণের বিশেষ উপকারে আসবে, এতে কোনো সন্দেহ নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন