বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিক্স

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:৫৫ পিএম

দেশের ৩২ জেলার প্রায় দু’শ নারী অ্যাথলেটের অংশগ্রহনে শুরু হয়েছে আন্ত:ঝেলা নারী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। নয়টি ইভেন্টে খেলছেন প্রতিযোগিরা। শনিবার ধানমন্ডিস্থ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হওয়া প্রতিযোগিতার ২০০ মিটার স্প্রিন্টে লক্ষ্মীপুরের তাসলিমা আক্তার প্রথম, খুলনার জান্নাতি দ্বিতীয় ও কুড়িগ্রামের রেখা আক্তার তৃতীয় হন। ৪০০ মিটার স্প্রিন্টে নড়াইলের মুন্নি কর্মকার প্রথম, পাবনার টুলটুলি খাতুন দ্বিতীয় এবং নোয়াখারীর বিবি আসমা তৃতীয় হয়েছেন। গোলক নিক্ষেপে কুড়িগ্রামের স্বপ্না খাতুন প্রথম, রংপুরের মরিয়ম নেছা মৌ ও খুলনার কারিমা তৃতীয় হন। এর আগে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন মেহের আফরোজ চুমকি এমপি। এ সময় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহাবুব আরা বেগম গিনি ও সিনিয়র সহ-সভানেত্রী আনজুমান আরা আকসির উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন