শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে বিতর্কের তুঙ্গে সিধু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:২৩ পিএম

খেলার মাঠ থেকে রাজনৈতিক ইনিংস খেলে চলেছেন পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু। জঙ্গি হামলার নিন্দা করতে গিয়েও বিতর্ক বাঁধিয়ে বসলেন বিজেপি ছেড়ে কংগ্রেসে আসা দেশটির সাবেক এই ক্রিকেটার।

সিধু বলেন, কয়েকটি লোকের জন্য একটা গোটা দেশকে দোষ দেওয়া যায় কি? কোনো দেশের নাম না করলেও তার বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। নিজের বক্তব্যের সমর্থনে তিনি আরও বলেন, কোনো একজন ব্যক্তির জন্য গোটা দেশকে দোষ দেওয়া কি উচিত?

তবে এই প্রথম নয়, এর আগেও বিতর্ক উস্কে দিয়েছেন সিধু। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পান সিধু এবং আরও কয়েকজন সাবেক খেলোয়াড়। সেখানে যান সিধু। শুধু যাওয়া নয় পাক সেনা প্রধানের সঙ্গে আলিঙ্গনও করেন সিধু। সেবারও সমালোচিত হয়েছেন তিনি। অন্যথা হল না এবারও।
প্রসঙ্গত, বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪২ জন জওয়ানের মৃত্যু হয়। হামলার পরই নাম জড়ায় জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ-এর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন