বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : অনেকেই বাচ্চাদের মসজিদে নিয়ে যাই। সবাই যখন নামাজে দাঁড়িয়ে যায়, বাচ্চারা তখন নামাজের সামনে দিয়ে চলাফেরা করে, সেজদার জায়গায় বসে থাকে। কত বৎসর হলে বাচ্চাদের মসজিদে আনা যাবে? শুনেছিলাম,৭ বৎসর না হলে বাচ্চাদের মসজিদে আনা নিষেধ। সঠিক মাসআলা জানতে চাই।

মু. আব্দুল মজিদ
ইমেইল থেকে

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৩৯ এএম

উত্তর : যেসব শিশু নিজের পেশাব পায়খানা, চলাফেরা, আচরণ বিষয়ে এখনও সচেতন হয়নি, তাদের মসজিদে না আনাই ভালো। যে বয়সে গুরুত্বপূর্ণ অফিসে, হসপিটালে শিশুদের নেওয়া নিষেধ থাকে, মসজিদেও এত কম বয়সে আনা যাবে না। কারণ, তার কারণে পুরো মসজিদের নামাজ বা জামাতে অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। যারা এসব ব্যাপারে সচেতন হয়ে গেছে, তাদের আনা যায়। বরং আনা উচিত। কমবেশি ৭ বছরে এমন হয়ে যায়। হাদীসেও শিশুদের ৭ বছরে নামাজের শিক্ষা দিতে বলা হয়েছে। ১০ বছরে নামাজের জন্য চাপ দিতে বলা হয়েছে। এখানে নির্দিষ্ট ৭ বছর উদ্দেশ্য নয়। বরং নামাজীদের কষ্ট না দেয় এমন বয়স। মসজিদে চলাফেরার নিয়ম বা আদব বললে তা বোঝে বা শিখে এমন বয়স হলেই মসজিদে আসতে দেওয়া উচিত। মসজিদে সামান্য বিরক্তি বা কোলাহল সয়ে নেওয়ার জন্য সব মুসল্লির প্রস্তুত থাকতে হবে। নতুবা পরের প্রজন্ম নামাজী হবে না। তবে, অবুঝ শিশুদের দ্বারা মসজিদ নাপাক হওয়া, সীমাতিরিক্ত ছোটাছুটি, নামাজের সামনে দিয়ে চলাফেরা ইত্যাদি বিষয়ে জ্ঞান হয়নি, এমন শিশু এনে সবাইকে কষ্ট দেওয়া শরীয়ত সম্মত নয়।

সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতাওয়া বিশ্বকোষ।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
তানবীর ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৩৭ এএম says : 1
Answer ta khub valo laglo
Total Reply(0)
Roman ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৩৭ এএম says : 1
THanks a lot
Total Reply(0)
Dayquil Islam ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৪০ এএম says : 1
Very right answer
Total Reply(0)
মোঃ একরামুল হক ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৪৪ এএম says : 1
সুন্দর একটি সমাধান
Total Reply(0)
md jonaeid ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:৪৮ পিএম says : 0
পস্ররাব এক দুই ফুটা আসলেকি নাপাক হয়ে যাব
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন