শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

নেত্রকোনায় সমবায় মন্ত্রী বরাবরে স্মারকলিপি

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর আওতাধীন ইউসিসিএর কর্মচারীদের রাজস্ব বাজেটভূক্ত করণের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও সমবায় মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ ইউসিসিএ কর্মচারী ইউনিয়ন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ইউসিসিএ কর্মচারীদের চাকরি রাজস্ব বাজেটে স্থানান্তর, জাতীয় বেতন স্কেল/২০১৫ বাস্তবায়ন ও অবিলম্বে সকল বকেয়া বেতন ভাতা প্রদান এবং অবসরকালীন সকল সুযোগ সুবিধা পূর্ণ নিশ্চিত করণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা ইউসিসিএ কর্মচারী ইউনিয়নের সভাপতি মোছা. নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক বজলুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সদস্য রাখী খানম প্রমুখ। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন