শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

উপজেলা পরিষদ নির্বাচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মীরসরাই, বালাগঞ্জ ও কাপ্তাই উপজেলার আগ্রহী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। গত সোমবার সকালে আ.লীগ মনোনতি চেয়ারম্যান প্রার্থী আলহাজ জসীম উদ্দিন নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এরপর ভাইস চেয়ারম্যান প্রার্থী আলা উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইসমত আরা ফেন্সী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আনোয়ার বাহার চৌধুরী, সদস্য জিতেন্দ্র নাথ মিন্টু, আলহাজ মহিউদ্দিন রাশেদ, খোরশেদ আলম আজাদ, নুরুল হুদা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, উপজেলা আ.লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা রাকিবুজ্জামান (রেনু) জানান, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে সোমবার বিকেল পর্যন্ত চেয়ারম্যান পদে ১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জে ৩ টি পদে ১২ জন প্রার্থী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে উপজেলা আ. লীগের সভাপতি ও আ. লীগ মনোনীত প্রার্থী মোস্তাকুর রহমান মফুর, বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদাল মিয়া, বিএনপি নেতা গোলাম রব্বানী, বাংলাদেশ জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মোঃ আব্দুর রহিম সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন, হুমায়ুন রশিদ চৌধুরী, সামস উদ্দিন সামস, শেখ নুরে আলম, সুজিত চন্দ্র গুপ্ত বাচ্চু ও মোস্তাক উদ্দিন আহমদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুক্তি রানী দাস, কুলসুমা বেগম ও সেবু আক্তার মনি মনোনয়নপত্র দাখিল করেন।
তবে জাতীয় পার্টির প্রার্থী সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ১৮ মার্চ বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা জানান, কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিনে গত সোমবার ১জন চেয়ারম্যান, ৪জন পুরুষ, ৪ জন মহিলা ভাইসচেয়ারম্যান পদে মনোনয়নপত্র সহকারী রিটানিং অফিসার আশ্রাফ আহমেদ রাসেলের নিকট জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদেন রাঙামাটি জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও নৌকার মনোনয়ন ব্যাক্তি মো. মফিজুল হক। মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত জেলা আ.লীগ নেতা মো. হানিফ, কাপ্তাই উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, প্রকৌশলী আব্দুল লতিফ, আ.লীগ নেতা আকতার হোসেন মমিলন, ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. ইলিয়াছ মিয়া, সম্পাদক কামরুল ইসলাম, ইউসুফ তালুকদার, সভাপতি সাগর চক্রবত্তীসহ দলের অঙ্গ ও সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভাইস চেযারম্যমান পদে মনোয়নপত্র জমা দেন মো.নাছির উদ্দিন, সৃব্রত বিকাশ তংচঙ্গা, মো. আলম, অংহ্রলা চিং মারমা। মহিলা ভাইসচেযারম্যান পদে নুর নাহার বেগম, উমেচিং মারমা, মনোয়ার জাহান ও ফারহানা আক্তার পপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন