শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার ছোটদের নিয়ে বড় পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

প্রথমে টি-টোয়েন্টি, পরবর্তীতে ওয়ানডে এবং সবশেষ যুব টেস্ট; বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল তিন ফরম্যাটেই ধবলধোলাই করেছে ইংল্যান্ড যুব দলকে। দীর্ঘ একমাসের বাংলাদেশ সফরে প্রাপ্তির খাতায় কোনো অর্জনই নেই ইংলিশ যুবাদের। স্বাগতিক সকল সুবিধা কাজে লাগিয়ে প্রত্যাশিত সাফল্য পেয়েছে বাংলাদেশ যুব দল। তাইতো এ দলকে নিয়ে বড় পরিকল্পনা দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

নিউজিল্যান্ডের বিরুদ্ধ কন্ডিশনে ২০১৮ যুব বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ। উপমহাদেশের তিন দেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তান যেখানে প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছিল সেখানে বাংলাদেশের অবস্থান ছিল ছয়ে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় বসবে যুব বিশ্বকাপের ত্রয়োদশ আসর। বিশ্বকাপকে সামনে রেখে এক বছরের দীর্ঘ পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। বিশ্বকাপ শুরুর সপ্তাহ খানেক আগে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ। সেখানেও প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পাবে যুবারা।
বিশ্বকাপের আগে প্রস্তুতি বাদে পাঁচটি সিরিজ বা টুর্নামেন্ট খেলবে যুব দল। এপ্রিলেই শুরু হচ্ছে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। যুব দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলতে ১১ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড যুব দল। এর আগে দুই দল মাত্র চারটি ম্যাচ খেলেছে। জয়-পরাজয় দুই দলেরই সমান দুই ম্যাচ।
জুলাই-আগস্টে ইংল্যান্ড সফর করবে যুব দল। সেখানে ভারতকে সঙ্গে নিয়ে তিন দল খেলবে ত্রিদেশীয় সিরিজ। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। ওই মাসের শেষ দিকে নিউজিল্যান্ডে ফিরতি সফরে যাবে বাংলাদেশ দল। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন