মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মামলায় কারাগারে

ইন্দুরকানী (পিরোজপুর ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

 পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে বিস্ফোরক আইনের মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে হাইকোর্টের দেয়া ছয় সপ্তাহের জামিন শেষ হলে গতকাল মঙ্গলবার পিরোজপুর জজ আদালতে মাসুদ সাঈদী হাজির হলে বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত বছরের ২৬ ডিসেম্বর ইন্দুরকানী থানার এসআই ওহিদুজ্জামান বাদী হয়ে বিস্ফোরক আইনে মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মো. জাকির হোসেন ও ওবায়দুল্লাকে জ্ঞাত আসামি এবং ১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তার বিরুদ্ধে এটাই প্রথম মামলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mohammed Kowaj Ali khan ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১:১৩ এএম says : 0
অবিচারক বাদশা বা হাকিম জাহান্নামী হইবে।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:২৬ এএম says : 0
অবিচারক বাদশা বা হাকিম জাহান্নামী হইবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন