বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জনবসতি থেকে কারখানা সরাতে ঢাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদেও পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ আগ্নিকান্ডের প্রতিক্রিয়ায় মৌন মিছিল ও মানববন্ধন ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টায় বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে ‘ঢাকা বিশ^বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর’ ব্যানারে এই মৌন মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ঢাকা বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভিাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে ঢাকা বিশ^বিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি এস এম রাকিব সিরাজী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে এসেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের প্রত্যেকটি মানুষের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। আর কোন মানুষকে যেন অগ্নিদগ্ধ হয়ে এরকম মর্মান্তিক মৃত্যুর শিকার না হতে হয় আমরা সে নিশ্চয়তা চাই। আমরা অবিলম্বে পুরান ঢাকাসহ দেশের সব অগ্নি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রিত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ঢাবির ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী এস এম আবদুর রহমান আবির বলেন, গত রাতে যে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা হয়েছে তা কোনভাবেই কাম্য নয়। এই সংবাদ আমাদের ব্যথিত করে। সামনে যাতে এমন দুর্ঘটনা আর না ঘটে এমন ব্যবস্থা এখনি গ্রহণ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন যাতে ক্ষতিগ্রস্থদের সহায়তা দেয়া হয় এবং চকবাজারের মত এলাকা হতে ঝুঁকিপূর্ণ এরকম শিল্পকারখানা সরিয়ে নেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন