বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাংবাদিক নির্যাতন ও হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৫৬ পিএম

মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীন দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি ও লোহাগড়া প্রতিনিধি দ্রুতমুক্তিসহ আরো ৪ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমাজ। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউসার এমরান, প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আব্দুন নূর, দৈনিক মানবজমিনের ষ্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির জেলা প্রতিনিধি মো.শফিকুল ইসলাম, এনটিভি’র ষ্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন বিপু প্রমুখ। এতে জেলায় কর্মরত অর্ধশত সাংবাদিক অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন