শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পত্রিকার প্রথম পাতা সাদা রেখে কাশ্মীরে প্রতিবাদ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

কোনো কারণ ছাড়াই ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের দুটি স্থানীয় ইংরেজি দৈনিক সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপন বন্ধের প্রতিবাদ করে রাজ্যের অধিকাংশ সংবাদপত্রের প্রথম পৃষ্টা সাদা রেখে প্রকাশিত হয়েছে। রোববার সরকারি এ সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছেন কাশ্মীরের সংবাদপত্রের সম্পাদকদের নিয়ে গঠিত সংগঠন দ্য কাশ্মীর এডিটর’স গিল্ড। খবরে বলা হয়েছে, শ্রীনগরভিত্তিক সংবাদপত্র গ্রেটার কাশ্মীর ও কাশ্মীর রিডারকে অজানা কারণে সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে কাশ্মীরের অধিকাংশ সংবাদপত্র রোববার প্রথমপাতা সাদা রেখেই প্রকাশ করেছে। একইসঙ্গে রোববার বিকালে সম্পাদকদের সংগঠন দ্য কাশ্মীর এডিটর’স গিল্ড বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে। যে ইংরেজি সংবাদপত্র দুইটির বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হয়েছে তাদের একটি প্রভাবশালী সংবাদপত্র ‘গ্রেটার কাশ্মীর’, অন্যটি ‘কাশ্মীর রিডার’। কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রকাশিত এ দুটি সংবাদপত্রের মধ্যে গ্রেটার কাশ্মীরের সবচেয়ে বেশি সার্কুলেশন রয়েছে। সংবাদপত্র দুইটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদেরকে এ বিষয়ে লিখিত কোনোকিছু জানানো হয়নি। কেবল তথ্য অধিদপ্তর থেকে মৌখিকভাবে জানানো হয়েছে, আমাদের সংবাদপত্রে কোনো সরকারি বিজ্ঞাপন দেওয়া হবে না। এদিকে এডিটর’স গিল্ডের পক্ষ থেকে সরকারকে ওই সংবাদপত্র দুটির বিজ্ঞাপন বন্ধের কারণ জানানোর আহ্বান জানানো হলেও এখনো সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। এডিটর’স গিল্ড এক বিবৃতিতে জানিয়েছে, যখন বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন কাশ্মীরের এডিটর’স গিল্ড সরকারের অজানা কারণে বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার কারণ হাতড়ে বেড়াচ্ছে। সরকারের এ হেঁয়ালি মার্কা সিদ্ধান্ত সরাসরি সংবিধানের পরিপন্থী। একইসঙ্গে মুক্ত গণমাধ্যম ও গণতান্ত্রিক সমাজের বিরুদ্ধাচারণ। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন