শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভোটে লড়বেন না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন না বলে জানিয়ে দিলেন বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতী। শেষ মুহূর্তে কেন এমন সিদ্ধান্ত, তা খোলসা করেননি তিনি। তবে নিজে না লড়লেও, দলীয় প্রার্থী এবং জোটসঙ্গী সমাজবাদী প্রার্থীর হয়ে প্রচার চালিয়ে যাবেন বলে জানান তিনি। গতকাল বুধবার লখনউতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই সিদ্ধান্তের কথা জানান মায়াবতী। তিনি বলেন, ‘চাইলেই লোকসভা নির্বাচনে জিততে পারি আমি। তবে এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে দলের অবস্থান বেশ মজবুত। তাই না লড়ার সিদ্ধান্ত নিয়েছি। দল আমার সিদ্ধান্তকে সম্মান জানাবে বলে নিশ্চিত আমি। পরে প্রয়োজন পড়লে যে কোনও আসন খালি করে ভোটে দাঁড়াতে পারি।’
সবদিক খতিয়ে দেখে, দেশের রাজনৈতিক পরিস্থিতি বুঝেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মায়াবতী। তবে কোন রাজনৈতিক পরিস্থিতিতে তাকে এমন সিদ্ধান্ত নিতে হল, তা সবিস্তার জানাননি। তবে তার যুক্তি, ‘আমি লড়লে সকলে আমার কেন্দ্রে গিয়েই প্রচার করবেন। এতে বাকি আসনে প্রভাব পড়তে পারে। তাই দল এবং সাধারণ মানুষের কল্যাণেই এই সিদ্ধান্ত নিয়েছি।’
উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল থেকে সাতদফায় ভারতের ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন। যার মধ্যে উত্তরপ্রদেশেই ৮০টি আসনে নির্বাচন। সেখানে বিজেপিকে রুখতে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট গড়েছিলেন মায়াবতী। ওই ৮০টি আসনের মধ্যে ৩৮টি আসনে লড়তে চলেছে তার বহুজন সমাজ পার্টি। সূত্র: এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন