শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

নিশান-ই-পাকিস্তানে ভূষিত মাহাথির

এরদোগান ও মাহাথিরই মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন -ইমরান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:০৯ এএম

প্রেসিডেন্ট আরিফ আলভি শুক্রবার সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পদক নিশান-ই-পাকিস্তানে ভূষিত করেছেন। ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মাহাথিরের প্রতি এই সম্মান জানানো হয়। বর্তমান বিশ্বে দায়িত্বপালনরত সবচেয়ে বর্ষিয়ান নেতা মাহাথিরকে তার অনবদ্য অর্জন, অমূল্য অবদান, সুদৃঢ় নেতৃত্ব এবং একজন আইকনিক ভিশনারি হিসেবে অনুপ্রেরণাদায়ীর ভূমিকা পালনের জন্য এই পদক দেয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খান, কেন্দ্রিয় মন্ত্রী, এমপি এবং সিনিয়র সামরিক ও বেসামরিক কর্তকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ইমরান খানের আমন্ত্রণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তিন দিনের সফরে পাকিস্তান রয়েছেন। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলও রয়েছে। ২৩ মার্চ পাকিস্তান দিবসের প্যারেডে প্রধান অতিথি তিনি। এর আগে সর্বশেষ এই পদকে ভূষিত করা হয় গত মাসে ইসলামাবাদ সফরকারী সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে। অপর এক খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদই এখন মুসলিম বিশ্বকে সঠিকভাবে নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার বিকালে পাকিস্তান দিবসের বিশেষ প্যারেডে আমন্ত্রিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে যৌথ প্রেস কনফারেন্সে ইমরান খান এ কথা বলেন। মাহাথিরের পাকিস্তান সফরকে স্বাগত জানিয়ে ইমরান খান বলেন, ড. মাহাথির মোহাম্মদ ও এরদোগানকে মুসলিম বিশ্ব তাদের নেতা হিসেবে বিবেচনা করে। মুসলমানদের অধিকার রক্ষায় তাদের দৃঢ় নেতৃত্ব একটি প্রতিষ্ঠিত বিষয়। বড় অনেক মুসলিম দেশ আন্তর্জাতিক পর্যায়ে মুসলিমদের পক্ষে তেমন জোরালো অবস্থান গ্রহণ করে না বলে বিষয়টি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন ইমরান খান। ড. মাহাথির মোহাম্মদের সঙ্গে যৌথ প্রেস কনফারেন্সে ইসলামফোবিয়ার ভয়াবহতা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমা বিশ্ব ইসলামফোবিয়া ছড়িয়েছে। একজন মুসলমানের অপরাধকে তারা দেড়শ কোটি মুসলমানের ওপর চাপিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। ক্রাইস্টচার্চের নৃশংসতাকে পশ্চিমাদের তৈরি ইসলামফোবিয়ার ফসল উল্লেখ করে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খান বলেন, নির্দিষ্ট টার্গেট নিয়েই এতবছর ইসলামফোবিয়া ছড়ানো হয়েছে। ক্রাইস্টচার্চে নির্মমভাবে বৃদ্ধ, নারী ও শিশুদের হত্যার ঘটনাটি খুনি সরাসরি সম্প্রচারও করেছে। এটা পশ্চিমাদের ছড়ানো ইসলামফোবিয়ার ফসল। ডন, টিআরটি উর্দূ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন