শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভোট দিতে কেন্দ্রে স্কুলছাত্ররা

মেহেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১২:৪৫ পিএম

মেহেরপুরের গাংনীতে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই চেংগাড়া প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন।

অপরদিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে স্কুলছাত্রদের দিয়ে জাল ভোট প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে চেংগাড়া ভোট কেন্দ্রে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেয়ায় উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের চারজন আহত হন। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। তাছাড়া জাল ভোট প্রদান ও প্রকাশ্যে সিল মারার অভিযোগও ওঠে ওই কেন্দ্রে। এ সময় সাংবাদিকরা উপস্থিত হলে জালভোট দিতে আসা ভোটাররা পালিয়ে যায়।

তবে এ বিষয়ে কথা বলতে চাননি প্রিসাইডিং অফিসার সামশুল আলম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন