বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইভিএমেও সাড়া নেই ভোটারদের

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ১:১৫ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ চললেও ভোটারদের মধ্যে সাড়া নেই। সকাল থেকে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। এছাড়া পৌর এলাকার মত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শুরু থেকেই ইভিএম বিকল হয়ে পড়ায় প্রায় আড়াই ঘন্টা বন্ধ ছিল ভোট গ্রহন।

সরজমিন সকাল সাড়ে ১০টায় পৌর এলাকার মত্ত সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি নেই বললেই চলে। এই কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ইভিএম বিকল হয়ে পড়ায় ভোট গ্রহণ বন্ধ থাকে। প্রায় আড়াই ঘন্টা পর বিকল হয়ে পড়া ইভিএম মেরামত করা হলে সকাল সাড়ে ১০টার দিকে ভোট গ্রহণ শুরু হয়।

পৌনে ১১টা পর্যন্ত ওই ভোট কেন্দ্রের ১নং বুথে ৩৯৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে মাত্র ৫ জন। এছাড়া ২নং বুথে ১৯ জন, ৩নং বুথে ১১ জন ও ৪ নং বুথে ৭ জন ভোটার ভোট গ্রয়োগ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন