শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘ভোটার খুঁজছি’

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ৩:২৪ পিএম

কক্সবাজারে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটার খুঁজছেন সংবাদকর্মীরা। কিন্তু ভোটারদের সন্ধান মিলছে না। জেলার ৫ উপজেলার শতাধিক ভোট কেন্দ্রের চিত্র এমনই। ভোটার শূণ্য এসব ভোট কেন্দ্রের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কেউ কেউ নানা কথা লিখে ছবিসহ নিজের ফেসবুক ওয়ালে প্রকাশ করেছেন। কেউ লিখেছেন- ‘ ভোটার কেন আসে না/ কিছু ভালো লাগে না/ একবার আসুক তারে....’। আবার কেউ লিখেছেন- ‘এসো হে ভোটার.. এসো এসো..’। কেউ আবার লিখেছেন- ‘ভোটার খুঁজছি’।

এদিকে উখিয়া উপজেলায় ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্র্থী ভোট বর্জন করেছেন।

ভোটার শূণ্য কেন্দ্রগুলোতে অলস সময় কাটাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Muzahid ২৪ মার্চ, ২০১৯, ৩:৫৫ পিএম says : 0
মানুষেরা জানে ভোট দিলে যা হবে, না দিলে তাই হবে। আর বেশি মাথামাথি করলে প্রাণ যাবে। কারণ, সরকার ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে।
Total Reply(0)
Mohammed Alamgir ২৪ মার্চ, ২০১৯, ৬:০৫ পিএম says : 0
জনগণ বুজতে সক্ষম হয়েছেন যে, একটি ভোটের চেয়ে জীবন অনেক মূল্যবান।
Total Reply(0)
moslem uddin ২৬ মার্চ, ২০১৯, ৯:১০ পিএম says : 0
৩বার ভোট দিতে যাইয়া দেওয়া হল না আগেই দেওয়া শেষ। আর দেব না
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন