মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চট্টগ্রামে ভোটকেন্দ্র দখলে নিতে নৌকার সমর্থকদের গুলি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৯, ৩:৩৫ পিএম

চট্টগ্রামের চারটি উপজেলা নির্বাচনে ভোটারের খরা চলছে। ভোটকেন্দ্রে নেই ভোটারের লাইন। এরমধ্যেও কেন্দ্র দখলে নিতে বন্দুকযুদ্ধ করেছে এক প্রার্থীর কর্মীরা। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক পুলিশসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। রোববার চন্দনাইশ উপজেলা সদরের পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। থানার ওসি কেশব চক্রবর্তী বলেন, ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ৯টায় কেন্দ্র দখল করতে আসে শতাধিক মানুষ। নৌকার প্রার্থীর সমর্থক এসব লোকজন জোর করে বুথে হানা দিয়ে ব্যালেটে সিল মারে। এতে পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ প্রথমে ফাঁকা গুলি ছুঁড়ে। এসময় পাল্টাপাল্টি গোলাগুলি হয়। এক পর্যায়ে তারা পিছু হটে। প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকটি বুথে তারা ব্যালট পেপারের সিলমারে। ওসি জানান হামলাকারীদের গুলিতে কনস্টেবল ফরহাদ গুলিবিদ্ধ হন। পুলিশ পরিদর্শক শাহ আলমসহ কয়েকজন আহত হন। তাদের মধ্যে দুই জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় কয়েক ঘন্টা ভোটগ্রহণ বন্ধ থাকে। এই উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম নাজিম উদ্দীন। তার প্রতিদ্বন্দ্বি এলডিপি ছেড়ে আওয়ামী লীগে আসা আবদুল জব্বার চৌধুরী। তবে নৌকার প্রার্থী দাবি করেছেন তিনি এবং তার সমর্থকেরা হামলার সাথে জড়িত নন। চট্টগ্রামের পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ ও বাঁশখালীতে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন