শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো তিন ভাষার গানে দ্বৈতকণ্ঠ দিলেন এ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

অসংখ্য সিনেমার প্লেব্যাকে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন দুই প্রখ্যাত কণ্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমীন। তবে বাংলাদেশ বেতারের জন্য কখনো একসঙ্গে গান করেননি তারা। প্রথমবারের মতো বাংলাদেশ বেতারের জন্য গাইলেন তারা। নৃগোষ্ঠীদের নিয়ে তিন ভাষার একটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তারা। ফেরদৌস হোসেন ভ‚ঁইয়ার কথায় ‘আমাদেরও আছে সমঅধিকার’ শিরোনামে গানটির সুর-সঙ্গীত করেছেন ফরিদ আহমেদ। সম্প্রতি গানটি রেকর্ডিং করা হয়েছে। গারো, হাজং ও বাংলা ভাষায় লেখা গানটি গেয়ে বেশ উচ্ছ¡াস প্রকাশ করেছেন এ্যন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমীন। সাবিনা ইয়াসমীন বলেন, এখন ভালো কথা ও সুর না হলে গান গাই না। ফরিদের সুর ও সঙ্গীত ভালো লাগে। তাছাড়া যখন শুনলাম নৃগোষ্ঠীর জন্য তৈরি হয়েছে গানটি, তখন আরও বেশি আগ্রহী হয়েছি। গানটি গাওয়ার সময় বেশ উপভোগ করেছি। বাংলা ভাষার সঙ্গে গারো ও হাজং ভাষার সুন্দর সমন্বয় ঘটেছে। এন্ড্রু কিশোর বলেন, মিউজিক ট্র্যাকটি আমাকে পাঠিয়েছিল ফরিদ। শুনে দারুণ ভালো লাগে। তাছাড়া সাবিনা আপার সঙ্গে বেতারে গাইনি কখনো। তাই ভাবলাম সুযোগটা কাজে লাগাই। আশা করছি, গানটা শ্রোতাদের ভালো লাগবে। ফরিদ আহমেদ বলেন, গানটিতে গণসংগীতের পাশাপাশি আধুনিকতা রেখেছি। সবাই যেন পছন্দ করেন সেদিকে খেয়াল রেখে গীটার, বাঁশিসহ অন্যান্য যন্ত্র বাজিয়েছি। আশা করি, সবার ভালো লাগবে। উল্লেখ্য, গানটি ১ এপ্রিল থেকে বাংলাদেশ বেতারে প্রতি সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে বাণিজ্যিক কার্যক্রমে প্রচার হবে বলে বেতার কর্তৃপক্ষ জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন