বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ছয় সপ্তাহের বিশ্রামে অনন্ত: সিনেমার শূটিং চলবে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

দেশের জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল তার বহুল আলোচিত সিনেমা ‘দিন-দ্য ডে’র শূটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। বুকের পাজরে তিনি প্রচণ্ড আঘাত পান। থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে এখন তিনি বিশ্রামে আছেন। চিকিৎসকরা তাকে ছয় সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। এদিকে সিনেমার কাজ বন্ধ না করে তা চালিয়ে যেতে বলেছেন অনন্ত। তার কথা মতো, ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলীরেজা তাবেশ ও নির্মাতা মুর্তজা অতাশ জমজম শূটিং বহর নিয়ে বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন। দিন-দ্য ডে’র ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ বলেন, বহুল প্রতীক্ষিত দিন-দ্য ডে’র শূটিং শুরু হয়েছিল ফেব্রুয়ারির ২৭ তারিখে। গত ৪ মার্চ ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভ‚মি এলাকায় শূটিংরত অবস্থায় উটের পিঠ থেকে পড়ে মারাত্মক আহত হন আমাদের সিনেমার প্রাণপুরুষ অনন্ত। বুকের পাঁজরে মারাত্মক আঘাত পাওয়ায় দেশে ফিরেই থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসার জন্য যান তিনি। বামরুনগ্রাদের চিকিৎসকরা তাকে অন্তত ৬ সপ্তাহ বিশ্রাম নেয়ার কথা জানিয়েছেন। তিনি জানান, সিনেমাটির প্রধান চরিত্র দীর্ঘদিন ধরে বিশ্রামে থাকাকালে এর কাজে যেন ব্যত্যয় না ঘটে সে জন্য ইরানের ফারাবি সিনেমা ফাউন্ডেশন ও অনন্তর পরামর্শে শূটিং বহর নিয়ে ঢাকায় আসছেন নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অনন্ত ভাই নিজেও চান তার অংশ ছাড়া বাকি শূটিং যেন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন