শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাসূলের শিক্ষায় শিক্ষিত হচ্ছে কওমি আকিদার শিক্ষার্থীরা

ছবক দান অনুষ্ঠানে আবুল কাশেম নোমানী

পটিয়া উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

উপমহাদেশের খ্যাতনামা কওমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভারতের দেওবন্দ দারুল উলুম মাদরাসার মহা পরিচালক (মুহতামিম) মুফতি আবুল কাশেম নোমানী গতকাল সোমবার হেলিকপ্টার যোগে চট্টগ্রামের পটিয়া আল-জামেয়া আল ইসলামিয়া জমিরিয়া মাদরাসায় দাওরায়ে হাদিসের ছবক দান অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আল্লাহ রাসূলের শিক্ষায় শিক্ষিত হচ্ছে কওমী আক্বিদার শিক্ষার্থীরা। ‘আল্লাহর কাছে অতিপ্রিয় উচ্চারণের সহজপথ হচ্ছে যে দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে তা ব্যক্তি ও সামাজিক জীবনের ব্যবহারের নিশ্চিত করা। এতে করে মানুষের জীবনের মাপকাটি ভারি হয়। তিনি পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদরাসাকে দক্ষিণ এশিয়ার দ্বীনি শিক্ষার বাতিঘর হিসেবে প্রশংসা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন