শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আবরারের ব্যাগের সন্ধান চায় পরিবার

বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর নর্দ্দার প্রগতি সরণীতে সুপ্রভাত পরিবহনের বাসের চাপায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর ইউনিভার্সিটির ব্যাগটি খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ১৯ মার্চ দুর্ঘটনা রপর ব্যাগটি তার পরিবারের কাছে হস্তগত হয়নি। কেউ ব্যাগটি পেয়ে থাকলে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিহতের মামা মাসুদ বলেন, ব্যাগের মধ্যে আবরারের এ লেভেল এবং ও লেভেলের মূল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় কাগজ, খাতা ও বই ছিল। ওই দিন এয়ারফোর্সে আইএসএসবি’তে (ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে) একটি পরীক্ষার জন্য পেপারগুলো নিয়ে গিয়েছিল।
তিনি আরো বলেন, ব্যাগটিতে টাকা-পয়সা কিছু ছিল না, শুধু কিছু কাগজ ছিল। আবরারের অর্জনগুলোও হারিয়ে গেলে তার মা-বাবার কষ্টটা বাড়বে। এগুলোতো কারো উপকারে আসবেনা কিন্তু তার মা-বাবার কাছে এখন অমূল্য সম্পদ। তাই কেউ ব্যাগটির সন্ধান দিতে পারলে তার পরিবার কৃতজ্ঞ থাকবে। ব্যাগটির সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দেওয়া হয়েছে। ব্যাগটি কারও সন্ধানে থাকলে আবরারের মামা মাসুদ (০১৮১৯-২৩১৬০৮) ও তার বন্ধু নাজমুস সাকিব (০১৬৭৯-৩২৫৩৪৯)-এর নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, নিহতের ব্যাগ হারিয়ে যাওয়ার বিষয়ে পুলিশকে জানানো হয়নি। পুলিশ হেফাজতেও কোনও ব্যাগ নেই। ব্যাগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেউ চাইলে গুলশান থানায় যোগাযোগ করে ব্যাগটি পৌঁছে দিতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন