শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

হাইতির সামনে এক উজ্জ্বল আদর্শ বাংলাদেশের শিল্পখাত

প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

‘বাংলাদেশের শিল্পখাতের বিশেষ করে পোষাক শিল্পে উন্নতি হাইতির শিল্পায়নে আদর্শ স্বরূপ।’ হাইতির ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষের মহাপরিচালক মি. ফিলিপ কার্ল ডেব্রোস গতকাল ঢাকায় বেপজার নির্বাহী চেয়ারম্যান সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন। বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান, এনডিসি, পিএসসি, হা-মিম গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ সহ পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলকে বেপজার দপ্তরে স্বাগত জানান। জেনারেল হাবিব মহাপরিচালক মি. ফিলিপ কার্ল ডেব্রোস ইপিজেড তথা বেপজার সার্বিক বিষয়ে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ইপিজেডসমুহ বিনিয়োগ ও শ্রম বান্ধব সুরক্ষিত শিল্প এলাকা। প্রতিনিধিদলটি ইপিজেডে বিরাজমান পরিবেশ দেখে অভিভূত হয়েছেন, উল্লেখ্য গত রোববার তারা ঢাকা ইপিজেডে বাংলাদেশী পোষাক কারখানা শান্তা ইন্ডাস্ট্রিজ লি. পরিদর্শন করেন। মি. ফিলিপ কার্ল ডেব্রোস বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে বেপজার ভূমিকায় একই সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পখাতের সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, শিল্প জগতে বেপজার উন্নয়নে ভূমিকাকে হাইতি তাদের শিল্পখাতে বাস্তবায়ন করতে পারবে। তিনি উল্লেখ করেন বাংলাদেশ হাইতির ভালো বন্ধু এবং হাইতিতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকাÐের প্রশংসা করেন। মি. ডেব্রোস বিনিয়োগ উন্নয়নের জন্য বেপজা প্রধানকে হাইতি সফর করার অনুরোধ করেন। অনান্যার মধ্যে বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) মিসেস নাজমা বিন্তে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) আহসান কবির আলোচনাকালে উপস্থিত ছিলেন। - প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন