বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রিয়েলিটি শো : ইউসিবি পাবলিক পার্লামেন্টের সেমিফাইনালে ইবাইস ইউনিভার্সিটি

প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ডিবেট ফর ডেমেক্রেসি এবং এটিএন বাংলা আয়োজিত বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সংসদীয় ধারার বিতর্ক প্রতিযোগিতা ইউসিবি পাবলিক পার্লামেন্ট ইবাইস ইউনিভার্সিটি সেমিফাইনালে উন্নীত গৌরব অর্জন করেছে। আগামী মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কোন প্রভাব ফেলবে কিনা শীর্ষক বিষয়ে ইবাইস ইউনিভার্সিটি (ধানমন্ডি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কোয়ার্টার ফাইনালে হারিয়ে সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করে। সম্প্রতি ঢাকায় বিএফডিসিতে অনুষ্ঠিত এই প্রতিযাগিতায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারপার্সন হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইবাইস ইউনিভার্সিটি সর্বশেষ তুমুল প্রতিযোগিতা পূর্ণ বিতর্কে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসকে পরাজিত করে। দেশের সবচেয়ে বড় এই রিয়েলিটি শোতে সেমিফাইনালে উন্নীত হওয়ায় ইবাইস ইউনিভার্সিটির গভর্নিং বডির চেয়ারম্যান শওকত আজিজ রাসেল মেধাবী এই বিতর্ক দলকে অভিনন্দন জানান। উল্লেখ্য, ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় বাছাইয়ের মাধ্যমে দেশের সেরা ১৬টি পাবলিক ও প্রাইভেট ইউনিভার্সিটি আংশগ্রহণ করছে। সেমিফাইনালে উত্তীর্ণ বিজয়ী ইবাইস ইউনিভার্সিটি এর বিতার্কিকরা হলেন মাসুদ সিকদার, অনিতা ইসলাম এবং মো. রিয়াজুল ইসলাম। ইতোপূর্বে ২০১৩ সালে জাতীয়ভিত্তিক এই বিতর্ক প্রতিযোগিতায় ইবাইস ইউনিভার্সিটি বিতর্ক দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন