বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাফুফে চাইলে আবারও কাজ করতে আগ্রহী সেইন্টফিট

প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইলে আবারও কাজ করতে আগ্রহী বেলজিয়ান কোচ টম সেইন্টফিট। গতকাল নিজ দেশের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বিকালে বাফুফে ভবনে মিডিয়াকে একথা বলেন তিনি। সেইন্টফিট বলেন, ‘দল সফল হলে যেমন কোচ সফল হন, ঠিক তেমনি ব্যর্থ হলে কোচও ব্যর্থ হন। ভুটানের কাছে বাংলাদেশ হেরেছে। তাই কোন সন্দেহ নেই, আমিও ব্যর্থ। বাফুফের সঙ্গে আমার চুক্তির মেয়াদ শেষ। এখনও তাদের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে কোন কথা হয়নি। তাই আজ (গতকাল) রাতেই আমি নিজ দেশে ফিরে যাচ্ছি। বাফুফে যদি আমাকে আবারও ডাকে, তাহলে আমি এখানে এসে কাজ করতে আগ্রহী। কেননা এখানে যে ক’দিন ছিলাম, আমার কাজ করে খুবই ভাল লেগেছে। অবশ্য আবারও যদি আমাকে এখানে ডাকা হয়, তাহলে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করেই আসবো।’
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফের অ্যাওয়ে ম্যাচে ভুটানের কাছে হেরেই তিন বছরের জন্য নির্বাসনে চলে গেছে বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল। আগামী তিনবছর ফিফা ও এএফসির আয়োজনে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না লাল-সবুজরা। বলা চলে, ভুটানিদের কাছে হেরে বাংলাদেশ ফুটবলের কবর রচিত হয়ে গেছে। বুধবার ভুটান থেকে জাতীয় দলের সঙ্গেই ঢাকায় ফিরেন সেইন্টফিট। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কাল রাতেই বেলজিয়ামের উদ্দেশে পাড়ি জমান এই কোচ। যাওয়ার আগে এই হারের ঘটনাকে বাংলাদেশ ফুটবলের জন্য ভয়ানক বিপর্যয় বলে বর্ণনা করেন টম। তারপরও বাফুফে চাইলে চুক্তির মেয়াদ বাড়াতে তার কোন আপত্তি নেই বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন