মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ম্যাথিউয়ে বিপর্যস্ত হাইতিতে মুন

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ঘূর্ণিঝড় ম্যাথিউয়ের আঘাতে বিপর্যস্ত হাইতিবাসীর দুরাবস্থা সচক্ষে দেখার জন্য মহাসচিব বান কি মুন গত শনিবার হাইতি সফর করেন। হাইতিতে তিনি জাতিসংঘ ঘাঁটিতে পৌঁছাবার আগে সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ও এলাকাবাসীদের মধ্যে খাদ্য সাহায্য নিয়ে দাঙ্গা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন আরো ত্রাণ সরবরাহ করা হবে বলে এসময় আশ্বাস দেন। গত ৪ অক্টোবর সংঘটিত এই ঘূর্ণিঝড়ে হাইতির প্রায় ১ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। ১৪ লাখের মতাে মানুষ ঘরছাড়া হয়েছে। যাদের মানবিক সহায়তার প্রয়োজন। খাদ্য পরিস্থিতি সেখানে এতটাই চরমে যে অশান্ত জনগণ বিশ্বখাদ্য কর্মসূচির খাদ্য ভর্তি দুটি কন্টেইনার লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় খাদ্য বিতরণ নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন