বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাহুল গান্ধীর গাড়িতে হামলায় বিজেপি নেতা গ্রেফতার

| প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর গাড়িতে হামলার অভিযোগে গুজরাত পুলিশ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র এক নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জয়েশ দর্জি বিজেপির যুবদলের বানাসকণ্ঠ জেলার সাধারণ সম্পাদক। শুক্রবার রাহুল গান্ধীর ব্যক্তিগত এসইউভি গাড়িতে হামলা চালানো হয়। এ সময় গাড়ির সামনের আসনে বসা ছিলেন রাহুল। গাড়ির জানালার কাঁচে পাথর ছুড়ে মারলে এক দেহরক্ষী আহত হন। তবে রাহুল কোনও আঘাত পাননি।
বানাসকণ্ঠ জেলা পুলিশ সুপার নীরাজ বাদগুজার জানান, হামলায় প্রধান অভিযুক্ত জয়েশ দর্জিকে গ্রেফতার করা হয়েছে।
রাহুলের গাড়িতে হামলার নিন্দা করেছে ভারতের সবগুলো রাজনৈতিক দল। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি হামলার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
তদন্তের জন্য পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর (এডিজিপি) মোহন ঝাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। রাহুলের গাড়িতে হামলার ঘটনায় বন্যা কবলিত গুজরাতের উত্তরাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থায় দুর্বলতা প্রকাশ পায়। সূত্র : দ্য হিন্দু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন