মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ওবায়দুল শিকদার নামে এক ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় পুলিশের এসআই নাছিরসহ ৫ সদস্য আহত হয়। মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, বুধবার দিবাগত রাত ১-৪৫ মিনিটের দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করে একদল ডাকাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশ ও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের মধ্যে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে এলাকাবাসির সহায়তায় রক্তাক্ত অবস্থায় ওবায়দুল শিকদার নামে এক ডাকাতকে পুলিশ উদ্ধার করে মাগুরার সদর হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। গুলি বিনিময়কালে পুলিশের এসআই নাছিরসহ ৫ সদস্য আহত হয়। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, নিহত ওবায়দুল শালিখা উপজেলার হাটবাড়িয়া গ্রামের মেজবা উদ্দিন শিকদারের ছেলে। তার বিরুদ্ধে শালিখাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন