বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১৯০টি জঙ্গি বিমান কিনবে পাকিস্তান

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী ২০২০ সালের মধ্যে ১৯০টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করেছে পাকিস্তান। কারণ দেশটির বিমানবহর থেকে একই সংখ্যক যুদ্ধবিমান পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আর তাই নতুন বিমান কেনার লক্ষ্যস্থির করেছে ইসলামাবাদ। বিভিন্ন সূত্রে থেকে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান আরও ১০টি এফ-১৬ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে, সাপ্তাহিক জেন’স ডিফেন্স এক প্রতিবেদনে বলেছে, বাড়তি ১০টি বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে যদি চলমান আটটি এফ-১৬ বিমান কেনার প্রক্রিয়া সফলভাবে শেষ হয়। গত সপ্তাহে মার্কিন সিনেট পাকিস্তানের কাছে বিমান বিক্রি বন্ধের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে। এরপর আটটি বিমান কেনার প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত। মার্কিন সিনেটরদের কাছ থেকে শক্ত বিরোধিতার মুখে পড়ার কারণে অন্য বিমানগুলো রাশিয়া অথবা ফ্রান্স থেকে কেনা হতে পারে বলে জানান পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেন, ফ্রান্সের বিমান অনেক বেশি দামী। সেক্ষেত্রে রাশিয়ার বিমান মানে ভালো; কিন্তু দাম অতটা চড়া নয়। ফলে পাকিস্তানের বিমানবহরে আগামীতে বহুসংখ্যক রুশ নির্মিত যুদ্ধবিমান দেখা যাবে বলেও ধারণা করা হচ্ছে। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন