বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ একক নাটক ওঙ্কার

প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এনটিভিতে আজ রাত ৯.০৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘ওঙ্কার’। আহমদ ছফা’র উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন শৌর্য দীপ্ত সূর্য। নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন হাসান শিকদার ও শৌর্য দীপ্ত সূর্য। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আশনা হাবিব ভাবনা, শিল্পী সরকার অপু, নরেশ ভ‚ঁইয়া, খলিলুর রহমান কাদেরী, সুহৃদ জাহাঙ্গীর, এষা, এসএম সাইফুল ও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আহমদ ছফা’র ভ্রাতুষ্পুত্র নুরুল আনোয়ার। ‘সময়কাল ১৯৬৯। সারাদেশের মত ঢাকার অলিগলি, রাজপথ মিছিলে মিছিলে প্রকম্পিত। সরকারি অফিসের চাকুরে আবুল কালামের মামলাবাজ বাবার সম্পত্তি নিলামে উঠলে তা কিনে নেয় তার বাবারই পরামর্শদাতা আবু নসর মোক্তার। বাড়িঘর ফিরে পাবার শর্তে মায়ের অনুরোধে আবু নসরের বোবা মেয়ে পারুলকে বিয়ে করে আবুল কালাম। বালিকা ননদকে হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখলে পারুলও ঠোঁট নাড়ায়, আবার মিছিলের শব্দ শুনলেও বারান্দায় দৌড়ে যায়, হাত উচিয়ে শ্লোগান দিতে চায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন