বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে জর্ডানের রানি

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৭, ১১:৫৩ এএম | আপডেট : ৩:২৭ পিএম, ২৩ অক্টোবর, ২০১৭

মিয়ানমারে রাখাইনের সহিংস ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ।
বেলা ১১টা ৯ মিনিটে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এর পর সোজা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হন।
রানি রানিয়া আল আব্দুল্লাহ কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে পৌঁছে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা দেখবেন এবং সেখানে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
এ জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ,  বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
কক্সবাজারের পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন জানিয়েছেন,  জর্ডানের রানির কক্সবাজার আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবির পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ তারেক হাসান ২৩ অক্টোবর, ২০১৭, ৩:৩৪ পিএম says : 0
ভালো
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন