শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আমরা কুঁড়ির বর্নাঢ্য অনুষ্ঠান

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশ্ব শিশু দিবস উপলক্ষে গত ২৫ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে আমরা কুঁড়ি’র উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ড. এস.এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট সেলিমা আহমাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, বিবিএস ক্যাবলস্ এর পরিচালক মো. আশরাফ আলী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ফেরদৌস আরা বন্যা ও শিশু বক্তা ফাবিহা তাসনীম প্রিয়ম। এ উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- সেলিমা আহমাদ-আলোকিত নারী, লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেল এমজেএফ-মানবসেবায়, লিন্ডা ইলাস্টিক্স লিমিটেড এর পরিচালক মি. ওয়েনবিয়াও লি-সফল ব্যবসায়ী, সানাউল হক বাবুল সিআইপি- সুবিধা বঞ্চিত শিশু কল্যাণে, অধ্যক্ষ কারার মাহমুদা পারভীন-শিক্ষা ক্ষেত্রে, লাক্স সুন্দরী শানারেই শানু- অভিনয়ে, ড. সেলিনা পারভীন বানু- শিশু কল্যাণে। তাছাড়াও বিশ্ব শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় ১৭জন বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান শেষে সংগঠনের শিশু শিল্পী ছাড়াও দেশ বরেন্য কন্ঠশিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন-তাছলিমা জাহান রিবা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন-কামাল আহমেদ বাবু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন