বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুষারঝড়ের আতংকে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে সতর্কতা জারি

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুষারঝড় আতঙ্কে যুক্তরাষ্ট্রের বাসিন্দারা আতংকিত হয়ে পড়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি ও নিউইয়র্কসহ পূর্ব উপকূলীয় শহরগুলোর বাসিন্দারাই সবচেয়ে আতংকগ্রস্ত বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এ কারণে বেশকিছু শহরে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। কারণ এ ঝড় একবার শুরু হলে বাতাসের সঙ্গে তুষার মিশে কাঁপুনি ধরিয়ে দেবে লাখ লাখ মানুষের। স্থানীয় সময় গতকাল শুক্রবার থেকে ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের বাল্টিমোরে তীব্র ঝড় বয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা।  খবরে বলা হয়, পূর্ব উপকূলীয় শহরগুলোতে ৩০ ইঞ্চি (৭৬ সেন্টিমিটার) পর্যন্ত তুষারপাত হতে পারে। এ ঝড়ের শঙ্কায় যুক্তরাষ্ট্রের শহরগুলোর ভেতর-বাইরে বিমানের হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে। জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে স্থানীয় সময় গত বৃহস্পতিবার মুদি দোকানগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়। ঝড়ের আতঙ্কে এরই মধ্যে কয়েকটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ডের বাল্টিমোরে স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে তীব্র ঝড় হতে পারে বলে সতর্ক করা হয়েছে। আর নিউইয়র্ক সিটিতে শনিবার সকালে তীব্র তুষারঝড় হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন