বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ছয় মাস পোশাক শিল্পে ওভারটাইম ৪ ঘণ্টা

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 আগামী ছয় মাস রফতানিমুখী তৈরি পোশাক শিল্পে শ্রমিকদেরকে দিয়ে এক দিনে সর্বোচ্চ চার ঘণ্টা অতিরিক্ত কাজ (ওভারটাইম) করানো যাবে। অতিরিক্ত সময় কাজের জন্য শ্রমিককে নিয়মানুযায়ী সাধারণ হারের দ্বিগুণ হারে ভাতা দিতে হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গত ২৪ অক্টোবর এ বিষয়ে আদেশ জারি করেছে। এতে বলা হয়, শ্রম আইন ২০০৬-এর ১০০, ১০২ ও ১০৫ ধারা থেকে আগামী ছয় মাসের জন্য পোশাক খাতকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই ধারাগুলো অনুযায়ী শ্রমিকদের দিয়ে দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করানো যায় না। কোনো কোনো ক্ষেত্রে তা ১০ ঘণ্টা পর্যন্ত হতে পারে। সাপ্তাহিক হিসাবে সেটি ৪৮ ঘণ্টা, তবে মোট ৬০ ঘণ্টার বেশি হবে না। আবার বার্ষিক হিসাবে গড়ে সাপ্তাহিক ৫৬ ঘণ্টার বেশি হবে না। গত ১৭ অক্টোবর থেকে আগামী বছরের ১৬ এপ্রিল পর্যন্ত এই ধারাগুলো থেকে পোশাক শিল্প অব্যাহতি পাবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব এটিএম সাইফুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রত্যেক শ্রমিককে পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে এক দিন করে সাপ্তাহিক ছুটি দিতে হবে। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ও শ্রম বিধিমালা-২০১৫ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। জানা গেছে, রফতানি মৌসুমে পোশাক খাতে অর্ডার অনুযায়ী সরবরাহের জন্য মালিকদের অনুরোধে প্রতি বছরই ওভারটাইমের সময় বাড়ানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন