শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

উল্লাপাড়ায় ২০ বাড়ি ভাংচুর করে ২ কোটি টাকার মালামাল লুটে নিল সন্ত্রাসীরা

প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাসীরা ২০টি বাড়ি ভাংচুর ও লুটতরাজ করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ ধান-চাল, গরু ও ছাগল-ভেড়াসহ সর্বস্ব লুটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলি গ্রামের নজরুল মোল্লা তার বাহিনী ও দেশীয় ধারালো অস্ত্র, ফালা-হলঙ্গা নিয়ে পার্শ্ববর্তী চরপাঙ্গাসী গ্রামে লুটতরাজের উদ্দেশ্যে হামলা চালায়। তার ওই অর্তকিত হামলায় প্রাণের ভয়ে গ্রামবাসী বাড়ি-ঘর ফেলে রেখে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নেয়। এ সময় নজরুল বাহিনী নির্বিঘেœ নিজাম প্রাং, নুর হোসেন, ছায়দার, লুৎফর, মেরুর বাড়িসহ গ্রামের প্রায় ২০টি বাড়ি ভাংচুর ও লুটতরাজ করে নগদ টাকাসহ স্বর্ণালংকার, ধান-চাল, গরু-বাছুর, ছাগল-ভেড়া,ও পরনের কাপড়সহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। চড়পাঙ্গাসী গ্রামের নিজাম প্রাং জানান, চড়পাঙ্গাসী গ্রামের আকতার হাজীর ছেলে হাসু প্রাং-এর সঙ্গে গ্রামবাসীর দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সরিষা কাটাকে কেন্দ্র করে হাসু পার্শ্ববর্তী খাদুলি গ্রামের চিহ্নিত সন্ত্রাসী নজরুল বাহিনীকে ভাড়া করে নিয়ে এসে সন্ত্রাসী কায়দায় বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ করে নগদ টাকাসহ স্বর্ণালংকার, ধান-চাল, গরু-বাছুর, ছাগল-ভেড়া ও পরনের কাপড়সহ সর্বস্ত্র লুট করে নিয়ে যায়। তাদের সন্ত্রাসী হামলায় গ্রামবাসী ভয়ে বাড়িঘর ছেড়ে পার্শ্ববর্তী গ্রামে আশ্রয় নেয় । এ সময় সন্ত্রাসী প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে উপস্থিত হয়। উল্লাপাড়া মডেল থানার ইনচার্জ দেওয়ান কউসিক আহম্মেদ জানান ্ওই ঘটনার সংবাদ পেয়েই ৪ জন উপ-পরিদর্শকসহ পুলিশ ফোর্স পাঠানো হয়েছে, ঘটনা তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন