মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

তুরস্কের খাবার নিয়ে লা মেরিডিয়ান ঢাকার টার্কিশ কালিনারি উইক

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বৈচিত্র্যময় আন্তঃমহাদেশীয় খাবারের সমারোহ নিয়ে লা মেরিডিয়ান হোটেলে চলছে ‘টার্কিশ কালিনারি উইক’। ভোজনরসিকদের রসনাতৃপ্তিতে লা মেরিডিয়ান ঢাকা আয়োজিত প্রায় দু’ সপ্তাহব্যাপী এই আয়োজনটি হোটেলটির ১৭ তলায় অবস্থিত ‘ওলেয়া’ অ্যারাবিয়ান রেস্টুরেন্টে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলবে। ‘টার্কিশ কালিনারি উইকে’র এই আয়োজনে রসনাতৃপ্তির জন্য থাকছে তুর্কি খাবারের বুফে। তুরস্কের খাবারের স্বাদ দিতে ঢাকায় এসেছেন লা মেরিডিয়ান ইস্তানবুল’র শেফ সাইফি সাকমান ও উমিত আয়মেলেক। লা মেরিডিয়ান ঢাকার রন্ধনশালায় তারাই এ সুস্বাদু খাবারগুলো তৈরি করেছেন। এতে খরচ পড়বে জনপ্রতি চার হাজার টাকার বেশি। এ প্রসঙ্গে লা মেরিডিয়েন ঢাকা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, ‘আমরা আমাদের অতিথিদের সুস্বাদু সব খাবারের রস আস্বাদনের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মৌলিকতায় বিশ্বাসী, তাই আমাদের খাদ্যরসিকদের জন্য তুরস্কের ঐতিহ্যবাহী সুস্বাদু সব খাবারের স্বাদ আস্বাদনের বিরল সুযোগ করে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ নানাবিধ সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী আয়োজনের সফল বাস্তবায়নের কারণে লা মেরিডিয়ান ঢাকা ইতিমধ্যেই আমাদের ব্যস্ত নাগরিক জীবনের এক আকর্ষণীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। ‘ক্রস কালচার’ উদযাপনে তেমনি আরেকটি মাইলফলক আয়োজন লা মেরিডিয়ান ঢাকার ‘টার্কিশ কালিনারি উইক’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন