শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিচার বিভাগ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল

আপিল বিভাগের বিচারপতিগণের সাক্ষাতকালে প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ বিচার বিভাগকে জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল বলে উল্লেখ করেছেন। তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ সকলস্তরের বিচারকগণ ন্যায়নিষ্ঠভাবে কাজ করবেন এমনটা আশা প্রকাশ করেছেন। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ গতকাল বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘বিচার প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সকল কর্মকর্তা ন্যায়নিষ্ঠ ও আন্তরিকতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। বৈঠকে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। এ সময় প্রধান বিচারপতি আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল কনফারেন্সে প্রেসিডেন্টকে প্রধান অতিথি থাকার আমন্ত্রণ জানান।
তিনি আরো জানান, আগামী ২ জানুয়ারি সুপ্রিমকোর্ট দিবস পালিত হবে। তিনি সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানেও প্রেসিডেন্টকে প্রধান অতিথি থাকার আমন্ত্রণ জানান। সূত্র : বাসস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন