মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বনদস্যু আটক

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ৩:৫৬ পিএম

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে একটি পাইপগান, একটি কাটা রাইফেল ও ৬ রাউন্ড গুলিসহ এক বনদস্যুকে আটক করেছে র‌্যাব। সোমবার সকাল ৯ টার দিকে শ্যামনগর উপজেলাধীন খোলপেটুয়া নদী সংলগ্ন সুন্দরবনের বড়কেয়াখালী খাল থেকে র‌্যাব ৮ এর সদস্যরা তাকে আটক করে। আটক বনদস্যুর নাম শরিফুল ইসলাম (২৫)। সে শ্যামনগর উপজেলার পার্শেখালী গ্রামের মোজাম্মেল গাজীর ছেলে।
র‌্যাব-৮এর উপ-অধিনায়ক মেজর সোহেল জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বড়কেয়াখালী খালে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি পাইপগান, একটি কাটা রাইফেল ও ৬ রাউন্ড গুলিসহ বনদস্যু শরিফুল ইসলামকে আটক করা হয়। তবে, আটক বনদস্যু শরিফুল ইসলামের সঙ্গীরা এ সময় পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেননি র‌্যাব সদস্যরা। তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে শরিফুলকে শ্যামনগর থানায় হস্তান্তর করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন